মোটরসাইকেলের পিছনে লাটাহাম্বার ধাক্কা, প্রাণ গেলো পুলিশ সদস্যের

আরো পড়ুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহাম্বার ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু বকর সিদ্দিক (৫০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত আবু বকর কুষ্টিয়া কুমারখালির গোবরা গ্রামের বাসিন্দা ও দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাড়ির কর্মরত পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দামুড়হুদার পুড়াপাড়া রাজা ব্রিক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। লাটাহাম্বার চালক রাজিবকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে পুলিশ সদস্য আবু বকর চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলো এসময় তিনি দামুড়হুদার পুড়াপাড়া রাজা বিক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা মহিষ বোঝাই লাটাহাম্বারের সাথে পিছন দিক থেকে ধাক্কা মারে এতে পুলিশ সদস্য সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্নক আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্বরত ডা: মুস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাটাহামবার চালক চুয়াডাঙ্গার পিরোছ খালি গ্রামের রাজিবকে আটক করেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদস্য আবু বকরের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি পাঠানো হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ