ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ১৪ বোতল বিভিন্ন ধরনের বিদেশী মদসহ তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে পারবাজার থানার মোড় থেকে তাদের আটক করা হয়।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও চারটি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকৃত তিনজনই বেনাপোল পোর্ট থানার বাসিন্দা৷ তারা হলেন, কাগজপুকুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৩), ভবেরবেড় গ্রামের মফিজুর শেখের ছেলে সবুজ শেখ (২৮), সাদিপুর গ্রামের সাদেক আলীর ছেলে রাব্বি (১৮)।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, ২৬ মার্চ (শনিবার) ঝিকরগাছা থানার এসআই সৈয়দ আবু সুফিয়ান, এএসআই ইকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত ডিউটি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে ঝিকরগাছা থানাধীন পারবাজার থানার মোড় নামক স্থানে যশোর-বেনাপোলগামী হাইওয়ে রাস্তার উপর থেকে তিন আসামী গ্রেফতার করা হয়। এসময় গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও চারটি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

