যশোর : যশোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিজয় স্তম্ভে শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিজয় উদযাপন শুরু হয়। তারপর জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব হয়।
শহরের মণিহার এলাকায় বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বিজয় স্তম্ভে শহীদদের প্রতি যশোর জেলা প্রশাসনের শ্রদ্ধা
জেলা প্রশাসনের আয়োজনে টাউনহল মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য।
বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
বিজয় স্তম্ভে শহীদদের প্রতি যশোর জেলা যুবলীগের শ্রদ্ধা
জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, অ্যাডভোকেট রবিউল আলম, মুজাহারুল ইসলাম মন্টু, আফজাল হোসেন দোদুল ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির।
যশোর শিক্ষাবোর্ডে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও দোয়া অনুষ্ঠান
যশোর শিক্ষাবোর্ডে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর আব্দুল খালেক সরকার ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। অনুষ্ঠানের আহবায়ক হিসাব বিভাগের উপ-পরিচালক ইমদাদুল হকের সভাপতিত্বে এ সময় ১৭ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়।
যশোর সরকারি এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা।
যশোর সরকারি সিটি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অধ্যক্ষ প্রফেসর আশরাফ উদ-দৌলার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আনওয়ার হোসেন ও অনুষ্ঠানের আহবায়ক রেহেনা ফেরদৌস।
যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ। অনুষ্ঠানের আহবায়ক সৈয়দ আহসান হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান।
যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনজুরুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি এম এ গফুর।
যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, সেলিম খাতুন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল উদ্দিন।
যশোর পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়
যশোর পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলাম আযম। প্রতিষ্ঠানের সভাপতি বীর মক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবু তাহেরের সঞ্চলনায় বক্তব্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, লেবতুলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসরিন আক্তার খুশি।
যশোর হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। প্রতিষ্ঠানের সভাপতি মাজহারুল ইসলাম মাজহারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, লেবতুলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন।

