চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আরো পড়ুন

চৌগাছা (যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৬:৪৫ মিনিটে মুক্তিনগর স্মৃতিসৌধে, ৭ টায় মশিউরনগর স্মৃতিসৌধে ও সাড়ে ৭ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের বিজয় স্তম্ভে উপজেলা প্রশাসনের পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

এরপর শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন ও পায়রা ঊড়িয়ে ৩১ টি তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।

এদিকে কুচকাওয়াজ শেষে সকাল ১১ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বক্তব্য রাখেন।

প্রশাসনের পরে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে পুষ্পার্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চৌগাছা থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, প্রেসক্লাব চৌগাছা, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, পল্লিবিদ্যুত সমিতি, চৌগাছা পাবলিক লাইব্রেরী, বাস ও মিনিবাস মালিক সমিতি, সোনালী ব্যাংক চৌগাছা পরিবার, তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটি, বাজার ব্যাবসায়ী সমিতি, চৌগাছা সরকারী কলেজ, মৃধাপাড়া মহিলা কলজ, এসএম হাবিবূর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, চৌগাছা হাজী সরদার মর্তৃজ আলী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বাসদ সহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলো।

উভয় অনুষ্ঠানেই নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা সভাপতিত্ব করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের বাংলা প্রভাষক শাহানুর আলম ও সংবর্ধনায় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এর সঞ্চালনায় সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর ঊদ্দীন আল-মামুন হিমেল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাস চন্দ্র গোস্বামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক অমেদুল ইসলামসহ,সাংবাদিকগন, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন জনপ্রতিনিধিগন ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

উল্লেখ্য, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে মুক্তিযুদ্ধের উপর ডিসপ্লে প্রদর্শন করেন উপজেলা লাইসিয়াম স্কুল। এবং সকালে পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন, বিকাল ৪ টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বালিশ খেলা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ