কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সোমবার (২১মার্চ) দুপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা মারা গেছে। শহরের হাসপাতাল রোডের পোস্ট অফিস এলাকায় ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুজাপুর গ্রামের মৃত আমির আলীর স্ত্রী বৃদ্ধা খায়রুন নেছা (৬৫) সোমবার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের হাসপাতাল রোডের পোস্ট অফিস এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি সড়কের উপর পড়ে মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই হাসান মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎপল দে/এমআই

