খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আরো পড়ুন

খুলনা প্রতিনিধি :  খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি  মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে হবে। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের আহবান জানিয়ে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার পক্ষের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানান।

সাধারন সভায় উপস্থিত ছিলেন সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান,এসএম জাহিদ হোসেন, এসএম হাবিব, সাবেক সাধারন সম্পাদক মল্লিক সুধাংশু, মো: সাহেব আলী, সুনীল দাস, হুমায়ুন কবির, বাবুল আকতার, সায়েদুজজামান সম্রাট, অভিজিৎ পাল, কৌশিক দে, বিমল সাহা, লিয়াকত হোসেন, মিজানুল ইসলাম, আল মাহমুদ প্রিন্স, জয়নাল ফারাজী, নেয়ামুল হোসেন কচি প্রমুখ।

এ সভায় আরও উপস্থিত ছিলেন ফারুক-রিয়াজ-দিলীপ পরিষদ এবং পপলু-অভিজিৎ-জনি পরিষদের প্রার্থীরা ।

সভায় বিগত সাধারন সভার রেজুলেশন সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও প্রার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচনী বিধিমালা প্রণয়ন, পোস্টার-ব্যানার সহ প্রচার প্রচারণা ও শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় আগামী 20মার্চ খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ