ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়ন আ’লীগের কর্মীসভা অনুষ্ঠিত

আরো পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকালে বল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মীসভায় সভাপতিত্ব করেন, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. অধ্যাপক নাসির উদ্দিন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের মানুষ ডিজিটালের সার্বিক সুবিধা ভোগ করছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করতে হবে।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খায়রুজ্জামান, গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ