ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় পৌরসভার হরিজন সম্প্রদায়ের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে হরিজন পল্লিতে খাদ্যপণ্য বিতরণ করেন যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
এসময় ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ খাদ্য বিতরণ করা হয়। সবাইকে এক বস্তা করে শুকনা খাবার দেয়া হয়। প্রতি বস্তায় মিনিকেট চাল ছিল ১০ কজি, দেশী মশুর ডাল ১কেজি, লবণ ১কেজি, চিনি ১কেজি, চিড়া ২কেজি, সয়াবিন তেল ২লিটার, নুডলস ১প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গুভগত বিশ্বাস, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি প্রমুখ।

