টিসিবি ঝিনাইদহ ক্যাম্প প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আরো পড়ুন

নিজস্ব প্রতিদেক: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঝিনাইদহ ক্যাম্পের অফিস প্রধান আতিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির, অভিযোগ করেছেন যশোর জেলা টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নূর মোহাম্মদ।

তিনি এ অভিযোগ করেছেন সংস্থাটির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক যশোর ও ঝিনাইদহ বরাবর। যশোর সদর টিসিবি ডিলার নূর মোহাম্মদ জানান, ১৯৮০ সাল থেকে তিনি সংস্থাটির সাথে জড়িত হয়ে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করেছেন। টিসিব ঝিনাইদহ ক্যাম্পের অফিস প্রধান আতিকুর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক ডিলারকে চালান (ডিও) প্রতি এক থেকে দুই হাজার টাকা করে দিতে হয়। এছাড়া চালান (ডিও) লেখককে ১০০ টাকা এবং স্টোর কিপারকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হয়। এছাড়া পেঁয়াজ, চিনি, ডাল ও ছোলা ওজনে কম দেয়া হয়। গুদাম থেকে পণ্য বের করে রাখা হয়।

ডিলার নূর মোহাম্মদ অভিযোগে আরও জানান, আতিকুর রহমান জানুয়ারী মাসে তার কাছ থেকে দুই কার্টন এবং ফেব্রুয়ারি মাসে এক কার্টন সয়াবিন তেল নেন। আজ পর্যন্ত তার টাকা পরিশোধ করেন নি। টাকা চাইতে গেলে আতিকুর রহমান টাকা দিতে অস্বীকৃতি জানান। এমনকি তার পুলিশ এক কর্মকর্তা ভাইকে দিয়ে দেখে নেওয়ার হুমকি দেন। বিষয়টি তিনি অফিসের অন্যান্য কর্মকর্তাদের জানিয়েও কোন প্রতিকার পাননি। আতিকুর রহমান তার বরাদ্দ কার্যক্রম বন্ধ করে রেখেছেন। ডিলার নূর মোহাম্মদ বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয় আতিকুর রহমান বলেন, অভিযোগ সঠিক নয়। সে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি সঠিকভাবে বরাদ্দ নিশ্চিত করি। এটা অনেকের সহ্য হয় না। যে কারণে তারাই এই ধরনের মন্তব্য করে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ