বগুড়া প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে বিখ্যাত মাদক সম্রাট আবতাব হোসেন পেতারকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। শাজাহানপুর থানার সাজাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আবতাব হোসেন পেতার (৫০)।
মঙ্গলবার (১৫মার্চ) রাত দশটার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আবতাবকে।
পুলিশ সূত্রে জানা যায়, আবতাব হোসেন পেতার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদক ব্যবসা ছাড়ার কথা বলেও গোপনে সে ও তার পরিবারের সদস্যারা মাদক ব্যবসা করে আসছিল। তার মেয়ে মাদক সম্রাজ্ঞী স্মার্ট মৌসুমী, তার অপর মেয়ের জামাই মোহাম্মদ আলী এবং তার স্ত্রীর নামেও একাধিক মাদক মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত মাদক সম্রাট আবতাব হোসেন পেতার নিজ বাড়িতে মাদকসেবীদের নিকট বিক্রয়ের সময় মাদকদ্রব্য হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোস্তাকিম বিল্লাহ/এমআই

