ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১৩ মার্চ) বিকালে নাভারণ পূরাতন বাজার থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটক ওই মাদক কারবারির নাম মিজানুর রহমান মিজান (৫৮)। তিনি উপজেলার মাটিকুমড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পূরাতন বাজারের মিলন টি স্টোরের সামনে থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশের আরেকটি অভিযানে সোমবার (১৪ মার্চ) ৪০০ গ্রাম গাঁজাসহ আক্তার আলী নামের আরেক জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার শ্রীরামপুর কলোনীপাড়া গ্রামের দাউদ গাজীর ছেলে। সোমবার দুপুরে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিচারিক কার্যক্রমের জন্য সোমবার আসামি মিজানকে আদালতে পাঠানো হয়েছে। গাঁজাসহ আটক আক্তার আলীকে আগামীকাল (১৫ মার্চ) মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

