আজ মাঠে গড়াবে ডিপিএল, মাঠ মাতাবে যশোরের ছয় ক্রিকেটার

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক: আজ মঙ্গলবার (১৫ মার্চ) মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা।

এবারের লিগে বিভিন্ন ক্লাবে খেলবেন মাঠ মাতাবে যশোরের ছয় ক্রিকেটার। এর মধ্যে সিটি ক্লাবেই খেলবে চারজন। এর বাইরে রুপগঞ্জ টাইগার্সে খেলবে উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামান ও খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার হয়ে খেলবেন হাসানুজ্জামান।

সর্বশেষ টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত লিগে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৪৮ বলে সেঞ্চুরি করেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা হাসানুজ্জামান। ওই আসরে ইমরানুজ্জামান ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। প্রাইম দোলেশ্বরের উইকেটকিপিং’র সাথে ওপেনিংয়ের দায়িত্ব পালন করেন। ইমরান ১৪ ইনিংস খেলে ২০.৫৩ গড়ে ১৩৪.১৭ স্ট্রাইকরেটে রান করেন ২৬৭। দুইটা ম্যাচে হন সেরা খেলোয়াড়। বেশ কয়েকটি ইনিংসে দারুণ শুরু করলেও বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ছিল ৬৫ রানের।

অপরদিকে গত মৌসুমে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থায় খেলা বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মঈনুল ইসলাম সোহেল এবার খেলবেন সিটি ক্লাবের হয়ে। সোহেল ঢাকা লিগে ৩৮ ম্যাচ খেলে ৫৮৫ রান ও ৩২ উইকেট নিয়েছেন।

এই সিটি ক্লাবের হয়ে প্রথম বারের মতো শীর্ষে লিগে খেলবেন অলরাউন্ডার জাওয়াদ মোহাম্মদ রয়েন ও ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আমিনুর রহমান। রয়েনের হাতে সিটি ক্লাবের অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে। অলরাউন্ডার আব্দুল্লাহ আল মামুন রাজু এর আগে একবার ঢাকা আবাহনী লিমিটেডের হয়ে প্রিমিয়ার ডিভিশন খেলেছিলেন। যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। একই দিনে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাক, গাজী গ্রুপ, লেজেন্ডস অব রুপগঞ্জ।

৫০ ওভারের এ প্রতিযোগিতায় এবার শিরোপার জন্য লড়াই করবে ১১টি ক্লাব। ১২টি দল নিয়ে হওয়ার কথা থাকলেও পরে নাম প্রত্যাহার করেছে প্রাইম দোলেশ্বর। ৪৪ দিনের মধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগের আসর শেষ করতে চায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ