বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছকিনা বেওয়া (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কের দহপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। ছকিনা বেওয়া সোনাতলা উপজেলার হরিখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও তিন যাত্রী। তারা হলেন, সোনাতলা উপজেলার দিঘীর পাড়া এলাকার বাদশা মিয়া (৬৩), তার স্ত্রী মরিয়ম বেগম (৫২) ও একই এলাকার ফজলুল করিমের স্ত্রী বিউটি বেগম (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম সবুজ জানান, যাত্রবাহী সিএনজি বালুয়াহাট থেকে মোকামতলা দিকে যাচ্ছিলে অপরদিক থেকে বালু বোঝাই ট্রাক (জয়পুরহাট ড- ১১-০১১৩) সোনাতলা যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দুর্ঘটনায় সিএনজি চালকসহ চারজনকে হাসপাতালে নেওয়ার সময় ছকিনা বেওয়া মারা যান।
শিবগঞ্জ থানার এসআই মনোয়ার জাগো বাংলাদেশকে জানান, আহত বিউটির অবস্থা আশংকাজনক। এছাড়াও ঘাতক ট্রাকের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরে পালিয়ে যায়। তিনি আরও জানান, ট্রাক ও সিএনজি আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
মোস্তাকিম বিল্লাহ/এমআই

