চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৮’ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮মার্চ ) সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার এর সঞ্চালনায় ও কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নাজমা আক্তার শিমুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস বিশ্বাস, মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী রাফেজা খানম প্রমুখ।
আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সর্ব ক্ষেত্রে নারীদের অধিকার সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকদের হাতে সাংস্কৃতিক সরঞ্জাম তুলে দেওয়া হয়।
রায়হান হোসেন/এমআই

