কেশবপুরে বসন্ত উৎসব উদযাপন

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) বিকেলে শহরের পাবলিক ময়দানে এ উৎসবের আয়োজন করা হয়। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর ৫০ জন নারী শিকার্থীদের সম্বনয়ে নৃত্যের তালে তালে অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সাংবাদিক আশরাফ-উজ-জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেশবপুরের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপি। বক্তব্য রাখেন উপজেলঅ আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শোভা রাণী ও স্বপন মন্ডল। সন্ধ্যায় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎপল দে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ