খুলনা প্রতিনিধি: খুলনা নগরীর রায়েরমহলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মো: রাজা শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৮মার্চ ) রাত ৮ টার দিকে রায়েরমহল স্লুইচগেট এলাকার সেফ ড্রিংকিং ওয়াটার কারখানার পাশে এ হত্যাকান্ডটি ঘটে।
নিহত রাজা খুলনা হরিণটানা থানার রায়েরমহল এলাকার তোরাপ শেখের ছেলে। তিনি একজন ঘের ব্যবসায়ী।
রাজু শেখ ওরফে রাজা, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন হত্যা মামলার ৩ নং আসামীসহ কয়েকটি অস্ত্র মামলা আছে তার নামে।
স্থানীয়রা জানায়, নগরীর ৪নং ঘাট এলাকা এবং ৭ নং ওয়ার্ড কাশিপুরে আত্মাগোপন করেছিল তিনি । এর আগে তিনি গোপালগঞ্জ এলাকায় ছিল সেখান থেকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। সম্প্রতি জেল থেকে বের হয়ে মাছের ব্যবসা শুরু করে রাজা।
পুলিশ জানিয়েছে,সোমবার সন্ধ্যায় বাড়ির সামনে কয়েকজনের সাথে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেল যোগে দু’জন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এরপর রাজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নজরুল ইসলাম/এমআই

