নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ দিবসে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭মার্চ) সন্ধ্যায় যশোর শহরের স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সদস্য বাবুল আক্তার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহ সভাপতি আসাদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক খালিদ হুসাইন, শহর কমিটির আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শেখ মোহাম্মদ ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ, শেখ কামরুজ্জামান, রবিউল ইসলাম, ফারুক হোসেন, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন, আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু খন্দোকার, নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, রমজান গাজী, ইমন তরফদার, আজমাইন হোসেন প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির।

