চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু সিদ্দিক (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
নিহত আবু সিদ্দিক উপজেলার দর্শনার শ্যামপুর গ্রামের বাসিন্দা ও দর্শনা কেরু কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন।
শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা মেরে তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সিদ্দিক শ্যামপুর থেকে মোটরসাইকেল যোগে কুড়ালগাছির দিকে যাচ্ছিলেন। এসময় দর্শনা পুরাতন বাজারের নিকট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা মেরে মারাত্মক আহত হন তিনি। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল কাদের তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

