বাজারে এলো ই-বাইক, লাগবে না লাইসেন্স

আরো পড়ুন

নতুন মডেলের ইলেকট্রিক বাইক আনলো হিরো ইলেকট্রিক। স্কুটার ঘরাণার এই বাইক দুইটি রঙে পাওয়া যাবে। হিরো জানিয়েছে, কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে এই বাইক দুর্দান্ত। তবে গাড়িটির মাইলেজ প্রসঙ্গে এখনো মুখ খোলেনি হিরো। এই বাইক চালাতে কোনও লাইসেন্সের প্রয়োজন পড়বে না।

হিরোর নতুন ইলেকট্রিক স্কুটার কেমন দেখতে হবে, তা নিয়ে স্কুটারপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিলো1 তুঙ্গে। অবশেষে মঙ্গলবার হিরো এডি ইলেকট্রিক স্কুটার প্রকাশ্যে এসেছে।

স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে যারা একটি স্টাইলিশ স্কুটার খুঁজছেন, তাদের জন্য এই দুর্দান্ত মডেলটি নিয়ে আসা হয়েছে। ভারতে এর দাম ৭২ হাজার রুপি।

বিশেষ ফিচার হিসেবে এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে- ফাইন্ড মাই বাইক, ই-লক, বুট স্পেস, ফলো মি হেডল্যাম্পস এবং রিভার্স মোড।

দুইটি রঙের অপশন থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন গ্রাহকরা। একটির রঙ হলুদ। অন্যটির রঙ হালকা নীল।

স্মার্ট ফিচার ও স্টাইলিশ লুকের সঙ্গে এটির বাজারে আসার খবর জানাতে পেরে আমরা পুলকিত। ঝঞ্জাটমুক্ত রাইডের সঙ্গে এটি কার্বন-মুক্ত ভবিষ্যতের দিকে অবদান রাখবে। একটি নিখুঁত অপশন হিসেবে কাজ করবে।

হিরো ইলেকট্রিকের ব্যবস্থাপনা পরিচালক বীন মুঞ্জাল বলেন, স্মার্ট ফিচার ও স্টাইলিশ লুকের সঙ্গে এটির বাজারে আসার খবর জানাতে পেরে আমরা পুলকিত। ঝঞ্জাটমুক্ত রাইডের সঙ্গে এটি কার্বন-মুক্ত ভবিষ্যতের দিকে অবদান রাখবে। একটি নিখুঁত অপশন হিসেবে কাজ করবে।

জাগো/এস

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ