জায়েদকে ঠেকাতে আপিল করলেন নিপুণ, শুনানি শিগগিরই

আরো পড়ুন

ঢাকা অফিস: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সিএমপি (বিবিধ দেওয়ানী দরখাস্ত) করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

বৃহস্পতিবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এটি দায়ের করেন। হাইকোর্টের লিখিত রায় প্রকাশ না হওয়ায় তাকে বিবিধ দেওয়ানী আপিল (সিএমপি) করতে হলো।

বিষয়টি জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

তিনি বলেন, আজকে আমরা হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সিএমপি ফাইল করেছি। এটি শুনানি করা শিগগিরই। আশা করছি আশানুরুপ আদেশ পাবো।

এদিকে গতকাল বুধবার (২ মার্চ) জায়েদ খানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে সংক্ষুপ্ত হয়ে সর্বোচ্চ আদালতে আপিল করলেন চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের প্রতিদন্দ্বী চিত্রনায়িকা নিপুণ আক্তার।

গতকালের রায়ের পর জায়েদ খানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাঁধা কেটে গেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মামলাটি আদালতের কার্যতালিকায় থাকলেও সেদিন শুনানি হয়নি। ২ মার্চ মঙ্গলবার শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত।

এর আগে জায়েদ খানের সাধারণ সম্পাদকের পদ বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের ওপর কয়েকদিন শুনানি করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেয়া হয়। পাশাপাশি জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এক সপ্তাহের মধ্যে রিটের বিবাদীসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এ আদেশের বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন নিপুণ। শুনানি শেষে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের ও‍পর স্থিতাবস্থা জারি করেন এবং শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

১৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন এবং হাইকোর্টের জারি রুল নিষ্পত্তি করতে আদেশ দেন।

জাগো/এস

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ