বেনাপোলে বিদেশী পিস্তল ও ফেনসিডিল জব্দ

আরো পড়ুন

যশোর: যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশী (ইউএসএ’র তৈরি) পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং ১৯৭ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে বেনাপোলের পুটখালী গ্রাম থেকে এ চালানটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) জানায়, বিএসবি’র এফএস সদস্য ওবায়েদ উল্যাহের দেয়া তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির পুটখালী বিওপির টহল কমান্ডার আবুল কাশেমপর নেতৃত্বে টহল দিয়ে মেইন পিলার ১৭/৭ এস ১২২ আর পিলার শূন্য লাইন থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া আলাউদ্দিনের আমবাগানে অভিযান চালিয়ে ইউএসএ’র পিস্তল ১ টি, ম্যাগাজিন ২টি, অ্যামিনেশন ৭ রাউন্ড (কেএফ-৭.৬৫) ও ১৯৭ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

আটককৃত মালামাল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

জাগো/এস

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ