যশোর শিক্ষাবোর্ডে ১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীর কলেজ যাত্রা শুরু

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিকে যশোর শিক্ষাবোর্ডের ১ লাখ ৫১ হাজার ৫৫৮ শিক্ষার্থীর ক্লাস শুরু হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে বুধবার (২ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কলেজে ক্লাস শুরু হয়। কলেজে জীবনের প্রথমদিনে এসব শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তারপর ওরিয়েন্টেশনের মাধ্যমে কলেজের প্রথমদিন কাটে তাদের।

যশোর সরকারি এম এম কলেজে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এ সময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক অরবিন্দু কুমার কুন্ডু। এতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের ৭২৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

যশোর সরকারি মহিলা কলেজে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুবুল হক খান। সহযোগি অধ্যাপক মাহবুবা আক্তার ছন্দার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক খায়রুজ্জামান। এই কলেজে ৪৫০ শিক্ষার্থী অংশ নেয়।

যশোর সরকারি মহিলা কলেজ

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জে এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক আব্দুল গফুর, জসিম উদ্দিন, শেখ জাহিদুর রহমান, গৌতম কুমার ঘোষ, ইরফাত আরা, ইনামুল হক ও কামরুজ্জামান। এ কলেজে ৬০০ শিক্ষার্থী ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেয়।

হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, সহকারি অধ্যাপক আশরাফ আলী, আব্দুল হাকাম ও আজগার আলী গাজী। এতে ৫৫০ শিক্ষার্থী অংশ নে।
এছাড়া যশোর শিক্ষাবোর্ড কলেজ, সরকারি সিটি কলেজ, নতুনহাট পাবলিক কলেজসহ বিভিন্ন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ