অভয়নগরে লাল-সবুজ সচেতনতা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কাগজের কার্ডের একপাশে লাল, অন্য পাশে সবুজ রঙ। কার্ড উঁচিয়ে লাল প্রদর্শন মানেই মাদক, যৌন হয়রানি, বাল্যবিয়ে, যৌতুক ও দুর্নীতিকে ‘না’ বলা। নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে জীবনের ব্রত হিসেবে নিতে হলে তুলে ধরতে হবে কার্ডের সবুজ অংশ। লাল-সবুজের ছোট কার্ডটি যেন ভালো-মন্দের সহজাত নিয়মের প্রতিনিধিত্ব করছে। এই কার্ডের মাধ্যমে গত ৮ বছর ধরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে টিফিনের টাকায় পরিচালিত ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল বুধবার (২ মার্চ) সকালে যশোরের অভয়নগরে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এমন ভিন্ন কর্মসূচির আয়োজন করে ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। লাল ও সবুজ কার্ড প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অপরাধমূলক কর্মকাÐ, আত্মহত্যা রোধ ও কিশোর গ্যাং নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে তার উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, লাল সবুজ উন্নয়ন সংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার কবীর, সহ-সভাপতি ওয়াফিয়া অর্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল। উপজেলা নির্বাহী কর্মকর্তার শপথবাক্য পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ