বেনাপোল বন্দরে অর্ধকোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ

আরো পড়ুন

শার্শা (যশোর) প্রতিনিধি: ভারত থেকে বন্ডের লাইসেন্সে (শুল্ক মুক্ত) আমদানীকৃত ডেনিম ফেব্রিক্স ’র ট্রাকে অভিনব কায়দায় বাংলা মদ, ফেন্সিডিল. বিদেশী সিকারেট ওষুধ, শাড়ী, থ্রিপিচ, কারেন্ট জালসহ বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (২ মার্চ) বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটে।

এবিষয়ে বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্ডের লাইন্সের মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত ডেনিম ফেব্রিক্সের গাড়ীর ভিতরে বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য অবৈধভাবে আনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্তৃপক্ষের প্রতিনিধি টিম বন্দর এলাকায় ডব্লিউ বি ২৩সি-১৬১৫ নম্বরের একটি ভারতীয় ট্রাক জব্দ করে।

এরপর ট্রাকটি পরে ট্রাক তল্লাশি করে ঘোষিত পণ্যের ভিতর থেকে আমদানী নিষিদ্ধ মদ, ফেনসিডিল, বিদেশী সিগারেট, নানা ধরনের ওষুধসহ বিপুল পরিমাণ ঘোষণা বহিভুত ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য ( যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা) আটক করা হয়।

এদিকে ট্রাকের পণ্য জব্দ করা হলেও ট্রাকটির ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

নয়ন হোসেন/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ