বুস্টার ডোজ দেয়া থাকলে ভারতে যেতে লাগবে না টেস্টের সনদ

আরো পড়ুন

শার্শা প্রতিনিধি: বুস্টার ডোজের সনদ থাকলেই যশোরের বেনাপোলস্থল বন্দর দিয়ে যাত্রীরা যেতে পারবে ভারতে। এতে ৭২ঘন্টার করোনা টেস্টের সনদ লাগবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

যেসব যাত্রী দুই ডোজ টিকা শেষ করে বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের সনদ লাগবে না। তবে ভ্রমণ শেষে দেশে ফিরে আসার সময় সে দেশ থেকে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ আনতে হবে বলে বেনাপোল ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে।

ভারত ফেরত যাত্রী সোয়েব আক্তার বলেন, বুস্টার ডোজের সনদ থাকলে ভারতে প্রবেশ করা যাচ্ছে। আগের মতো করোনা টেস্টের সনদ লাগছে না। তবে দেশে ফিরে আসার সময় ভারতের ইমিগ্রেশনে সেই আগের মতো ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ দেখাতে হচ্ছে। অপর যাত্রী ইব্রাহিম শেখ বলেন, দুই দেশের যদি একই রকম নিয়ম হতো। তাহলে যাত্রীদের জন্য সুবিধা হতো।’

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কমরত ডা. জাহিদুর রহমান জাহিদ জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগছে।

নয়ন হোসেন/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ