নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার ঐশি রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার মহিরণ গ্রামের স্বপ্ন রায়ের মেয়ে তিনি। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
ঐশির স্বজনরা জানায়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ঐশি নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দেয়। আজ শবিবার সকালে তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের পেছনের জানালা দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঐশির ঝুলন্ত মরদেহ নামান। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঐশির প্রতিবেশীদ হৃদয় দাস বলেন, ঐশি রায় সংস্কৃতিমনা। বাঘারপাড়া শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী ছিল সে। বিভিন্ন সময় নিজ রুমে বসে ও গান বাজনা করত। কিছুদিন পরে ভারতের সারেগামাপা অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঐশি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ঐশির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের বাম হাতে ধারালো ব্লেডের জখমের চিহ্ন রয়েছে। সুরতহাল চলছে।
জাগোবাংলাদেশ/এমআই

