সাতক্ষীরা প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশ ব্যাপি কোটি মানুষের মাঝে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই টিকা প্রদানের অংশ হিসেবে শনিবার ( ২৬ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর হাসপাতালে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।
শনিবার সকালে জেলার ৭৮টি ইউনিয়নে ও দুটি পৌর সভার মোট ২৪৩ টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, জেলা প্রশাসক হুমায়ূন কবির ও সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত সকাল থেকে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন বলে জানা গেছে । জেলার টিকাদান কেন্দ্রে গুলিতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সাতক্ষীরা জেলা করোনা বিষয়ক মুখপত্র ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় আজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ। এছাড়া সকল ব্যাক্তি টিকার আওতায় আনতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে পর্যায় ক্রমে পৌছে দেওয়া হয়েছে। সপ্তাহে অনন্ত একদিন এটিকা দান কার্যক্রম চলবে বলে জানান তিনি।
কিশোর কুমার/এমআই

