নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার (জেডিএসএ) কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র বহির্ভূত নীতি ও বিধির তোয়াক্কা না করে অসংগতি পূর্ণ কার্যকলাপের কারণে খেলাধুলার চর্চার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়াও জেডিএসএ’র গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২ (১) এর বিধানের আলোকে প্রতি অর্থবছরে বার্ষিক সাধারণ সভা আহবানের বিধান রয়েছে। কিন্তু চলমান অর্থবছরে কোন সাধারণ সভা করা হয়নি।
অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদের বাতিলকৃত ৪৪টি ক্লাবকে পূনরায় বহাল করা এবং ১৭টি খো খো ক্লাবকে অবৈধ ভাবে অনুমোদন দেয়াসহ ৫টি বিষয় উল্লেখ করে স্মারকলিপি দেয়া হয়েছে।
সোমবার যশোর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তমিজুল ইসলাম খানের বরাবর স্মারকলিপি দিয়েছেন জেডিএসএর সাধারণ পরিষদের সদস্য ও যশোর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।
স্মারকলিপিতে উল্লেখ্য, যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র বহির্ভূত নীতি ও বিধির তোয়াক্কা না করে অসংগতিপূর্ণ কার্যকলাপের কারণে খেলাধুলার চর্চার সুষ্ঠ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। যশোর জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২ (১) এর বিধানের আলোকে প্রতি অর্থবছরে বার্ষিক সাধারণ সভা আহবানের বিধান রয়েছে। কিন্তু এখনও কোন সাধারণ সভা আয়োজন করেনি বর্তমান কমিটি। এছাড়াও গঠণতন্ত্রের বিধি বহিভূতভাবে অবৈধ সিদ্ধান্তে ১৭টি খো খো ক্লাবের অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাতিলকৃত ৪৪টি ক্লাবকে আবারও অবৈধভাবে পূনরায় অনুমোদন দিয়েছে। অন্যদিকে সততা ও স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া ১৭টি দাবা ক্লাবকে অনুমোদন দিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আওতাভুক্ত স্টেডিয়াম গ্যালারীর দোকানপাঠ, এ্যাথলেটিক হোস্টেল (সুইমিং পুলের পার্শ্ববর্তী) ও উপশহরস্থ জেলা ক্রীড়া সংস্থার পুকুর প্রকাশ্যে উন্মুক্ত দরপত্র আহবান ছাড়াই বাজার দর থেকে অনেক নিন্মমূল্যে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করে লিজ দিয়েছে কর্তপক্ষ। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক কার্যক্রমে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও সুষ্ঠ এবং দায়িত্বশীল জবাবদিহি মূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত ও খেলাধুলার মান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।

