বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুল হক

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মোহাম্মদ মামুনুল হক।

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-৬ এর মহাব্যবস্থাপক মামুনুল গত ৬ ফেব্রুয়ারি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে তিনি দায়িত্ব পালন করবেন।

মামুনুল ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি অর্জন করেন।

মামুনুলের জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছমদরপাড়া গ্রামে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ