সাতক্ষীরায় গাঁজা ও ফেনসিডিলসহ দুইজন আটক

আরো পড়ুন

সাতক্ষীরা: সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৪৫ বোতল ফেনসিডিল ও ৫শ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে জেলার কালিগঞ্জ উপজেলার খামারপাড়া এলাকা থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। এদিকে মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আরো এক জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ফেনসিডিলসহ আটক ব্যক্তি হলেন, কালীগঞ্জ উপজেলার খামারপাড়া এলাকার আসাদুর রহমানের ছেলে আজিম হোসেন (২২)। গাঁজাসহ আটক ব্যক্তি হলেন, কলারোয়া উপজেলার বকশা গ্রামের আকবর আলী নিকারির ছেলে আব্দুল আজিজ নিকারি (৩২)।

গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তার জানায়, গাঁজা ও ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃত আসামিদের বিরুদ্ধে কালিগঞ্জ থানা ও সাতক্ষীরা সদর থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ