কেশবপুরে জাতীয় পতাকা অবমাননা, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

আরো পড়ুন

কেশবপুর: মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যশোরের কেশবপুরে বাথরুমের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে অবমাননা করায় মাসুদ কামাল (৪৮) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাসুদ কামাল উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেশবপুরের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকাধীন ভবনসমূহে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ রাখার নির্দেশনা ছিল। কিন্তু শহরের হাসপাতাল রোডের মেসার্স ইসলাম ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভবনের বাথরুমের গ্যাস পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে অবমাননা করা হয়। বিষয়টির সত্যতা পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কামালকে (৪৮) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড দেন। তাকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ