ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের একটি মাঠের ভূট্টাক্ষেত থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী সকো (৬০) ও একই উপজেলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিজ (৫০)।
স্থানীয়রা জানান, দামুড়হুদা উপজেলার সড়াবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬০) শনিবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হন। আজ বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ভূট্টা ক্ষেতের ভেতর শওকত আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শওকত আলীর মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের সময় পুলিশ শওকত আলীর মরদেহের পাশ থেকে একটি কীটনাশকেরবোতল উদ্ধার করেন।
অপরদিকে একই উপজেলার পরানপুর গ্রামের গোলাম জোয়ার্দ্দরের ছেলে হাফিজুর রহমান (৫০) রবিবার বিকালে গরুর জন্য গ্রামের পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটতে যান। তিনি একটি ভূট্টা ক্ষেতে ঘাস কাটাকালীন সময়ে স্ট্রোক করেন। এবং স্ট্রোকে তার মৃত্যু হয়।
স্থানীয় কৃষকরা সোমবার বেলা সাড়ে ১১টার সময় মাঠে কাজ করতে গিয়ে ভূট্টা ক্ষেতে হাফিজুর রহমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বেলা ১২টার সময় হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের সময় হাফিজুর রহমানের হাতের মধ্যে কাঁচতে এবং ঘাস ছিলো।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারন নির্ণয়ে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
জাগোবাংলাদেশ/এমআই

