সাতক্ষীরায় হিসাবরক্ষন কর্মকর্তাদের জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধিঃ জুতা পায়ে শহীদ মিনারে উঠে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা। যদিও জেলা হিসাব রক্ষন কর্মকর্তা এঘটনায় দু:খ প্রকাশ করেছেন।

২১ ফেব্রুয়ারী’র প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তাড়াহুড়ো করে জুতা পায়ে দিয়েই শহীদ মিনারে উঠে পড়েন জেলা হিসাব রক্ষণ অফিসের এস এ এস সুপারিনটেনডেন্ট মো: আব্দুস সোবহানসহ অন্যান্য স্টাফবৃন্দ।

শহীদ বেদীতে জুতা পায়ে উঠার বিষয়টি ছড়িয়ে পড়লে সাতক্ষীরাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

এবিষয়ে জেলা হিসাব রক্ষণ অফিসের এস এ এস সুপারিনটেনডেন্ট মো: আব্দুস সোবহান দু:খ প্রকাশ করে বলেন প্রচন্ড ভীড় থাকার কারনে তাড়াহুড়ো করে জুতা পায়ে উঠে পড়েছিলাম। পরে আবার জুতা খুলে উঠেছি। যেটি করা আমাদের ঠিক হয়নি।

এঘটনায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন বলেন, মহান ভাষা দিবস আমরা হৃদয়ে ধারন করি। জুতা তো দুরের কথা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তারা শহীদ মিনারে খালি পায়ে উঠতেও কয়েকবার ভাবে। সেখানে হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তারা এধরনের কাজ করবে এটি মেনে নেওয়া যায় না। তারপরও আমার বার বার ঘোষনা মঞ্চ ঘোষনা করেছি কেউ যেন ভুলেও জুতা পায়ে বেদীতে উঠবেন না। কিন্তু তারা কিভাবে একটি করলো বুঝে আসে না।

এবিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ন কবির জানান, এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ