ডেস্ক রিপোর্ট: যশোর জেলার যেসব উপজেলা ও পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব ইউনিটগুলোতে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তৃণমূলকে ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ, খুলনা বিভাগের ৪ জেলায় চিঠি
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন এ তথ্য নিশ্চিত করে বলেন, যশোর শহর, সদর, ঝিকরগাছা, শার্শা, মণিরামপুর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। কোথাও আংশিক বা শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে ইউনিট চলছে। ওই সব ইউনিটগুলোকে আরো গতিশীল করতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া চৌগাছা ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ হয়েছে। সেখানে দ্রুত সম্মেলন করার প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ইউনিয়ন পর্যায়ে সব মেয়াদোত্তীর্ণ কমিটি ৩১ মার্চের মধ্যে সম্মেলন হতে হবে।
তিন জেলায় সম্মেলন: নেতৃত্ব নির্বাচনে কি বার্তা দেবে আওয়ামী লীগ?
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর (অব.) জেনারেল অধ্যাপক ডা. নাসির উদ্দিন, যশোর পৌরসভার মেয়র ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, কাজী আব্দুল খালেক, গোলাম মোস্তফা, আলী রায়হান, মেহেদী হাসান মিন্টু, এএসএম হুমায়ুন কবীর কবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, সদস্য কামাল হোসেন, সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সদস্য সামির ইসলাম পিয়াস প্রমুখ।
জাগো/এস

