ডেস্ক রিপোর্ট: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোরের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৮৫ শতাংশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না করোনার বিধি-নিষেধ
বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোরের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজেটিভ এবং ৯৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
জাগোবাংলাদেশ/এসএ

