যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ আর নেই

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ আর নেই। শুক্রবার বেলা ১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। শুক্রবার বাদ এশা যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজের জানাযা শেষে কারবালা কবর স্থানে তাকে সমাহিত করা হয়েছে। এর আগে বিকালে ঘোপ কোয়ার্টার মাঠে সদর উপজেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযুদ্ধকালীন সময়ে যশোরের বাঘারপাড়া থানা কমান্ডারের দায়িত্ব থাকা এই মুক্তিযোদ্ধাকে।

মরহুমের বড় ছেলে ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইমতিয়াজ আহমেদ মুন জানান, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজেক আহমেদ অসুস্থবোধ করতে থাকে। ১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, শেষবারে মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যশোর স্বেচ্ছাসেবক লীগে নেতৃবৃন্দ।

RAT 6462

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানের স্নেহধন্য রাজেক আহমেদ ১৯৭১ সালে বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আলী রেজা রাজুর ছোট ভাই। এদিকে, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের মৃত্যুর সংবাদ শুনে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ তার বাসভবনে ছুটে যান যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনি খাঁন পলাশ, জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি ও যুদ্ধকালীন যশোরের মুজিববাহিনীর উপপ্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ