নিজস্ব প্রতিবেদক : যশোরে ইয়াসিন আরাফাত (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যশোর শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে। (১৬ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের বেজপাড়া ব্রাদার্স ক্লাবে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইয়াসিন বেজপাড়া ব্রাদার্স ক্লাবে বসে ছিলেন। এসময় একদল লোক এসে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিয়ষটি জানাতে পারবো।
এদিকে একটি সূত্রে জানিয়েছেন ইয়াসিন ইন্টারনেট ব্যবসায়ের সাথে জড়িত। স্থানীয় আধিপত্য ও ইন্টানেট ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।

