নিজস্ব প্রতিবেদক : যশোরের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন, সংকট ও উত্তরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ফেব্রুয়ারি) শহরের একটি হোটেলে ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও ক্রীড়ার মান উন্নয়নই আমাদের লক্ষ্য শ্লোগানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্যবৃন্দের ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, গঠনতন্ত্রের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অনেকেই বিভিন্ন কাজ করছে। যা ক্রীড়াঙ্গনের জন্য মোটেই কাম্য নয়। আগে বিবেচনা করতে হবে কোন ক্লাব প্রয়োজন আছে কিনা। এরপর পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে ক্লাবে অ্যাফিলিয়েশন দিতে হবে। কিন্তু বর্তমান জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা নিজেদের পকেট ভোট করার জন্য সেই নিয়ম মানছে না। এছাড়া যশোর জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্থাপনা ওপেন টেন্ডার ছাড়া নিজেদের পছন্দ মাফিক লোকজনের কাছে ভাড়া দিচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য আসাদুজামান মিঠু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুজ্জামান ও মারুফুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এমএম হাকিম, জাতীয় দলের সাবেক ফুটবল ও হকি খেলোয়াড় কাওসার আলী প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, মনির সিদ্দিকী বাচ্চু, খান মোহাম্মদ শফিক রতন, ওয়াজেদ গাজী, শামীম এজাজ, শহীদ আনোয়ার, আবুল কালাম, সাইফুজ্জামান মজনু, আবুল বাশার মুকুল, মফিজুর রহমান ডাবলু, মাসুদ রানা বাবু, মারুফ কবির, শাহিদুল ইসলাম বাচ্চু, সঞ্জয় রায়, মোহাম্মদ উল্লাহ, জাফর ইকবাল, বেনজীন খান, রাশেদ আব্বাস রাজ, রাশেদ পারভেজ ফুল, শাহানুর কবির হ্যাপী, মোস্তাক হোসেন শিম্বা, মোস্তাফিজুর রহমান মুস্তা, মহিবুল হক রিয়ন, মনিরুল ইসলাম মনি, আবু সাঈদ, মুস্তাফিজুর রহমান কবির, ফারুক আহমেদ লিটন।
যশোর জেলা ক্রীড়া সংস্থার কাছে একাধিকবার মাঠ চেয়ে পায়নি, তাই ফুটবল লিগ করতে পারছেন না বলে জানান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।

