যশোরে যৌতুক না পেয়ে স্ত্রী-সন্তানকে বের করে অন্যের স্ত্রী নিয়ে উধাও,

আরো পড়ুন

: যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের সবুজ হোসেনের বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রী ও দুই বছরের সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী স্ত্রী মীম আক্তার জানিয়েছেন, সবুজ বর্তমানে অন্যের স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এবং তাকে সন্তানসহ আত্মহত্যা করার পরামর্শ দিয়েছেন।

হাটবিলা গ্রামের বাসিন্দা মীম জানান, সাড়ে তিন বছর আগে আসবাবপত্র ও উপহারসহ সবুজের সঙ্গে তার বিয়ে হয়। এক পুত্রসন্তানের জন্মের পর সবুজ পরকীয়ায় জড়িয়ে পড়ে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন চালান এবং সর্বশেষ গত ৪ আগস্ট শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় সবুজের মা তহমিনা বেগমও সহযোগিতা করেন বলে অভিযোগ। প্রতিবেশীদের সহায়তায় প্রাণে বাঁচলেও সবুজ জানিয়ে দেন—যৌতুকের টাকা না পেলে সংসার করবেন না। পরে শিশু সন্তানসহ মীমকে বাড়ি থেকে বের করে দেন।

মীমের অভিযোগ, তাকে বের করার পর সবুজ মণিরামপুরের প্রবাসী আল আমিনের স্ত্রী ইরানীকে বাড়িতে তোলেন এবং এরপর থেকে কোনো খোঁজ নেননি বা খরচ দেননি। বরং ফোন করলে সন্তানসহ আত্মহত্যা করার পরামর্শ দেন।

অন্যদিকে প্রবাসী আল আমিন জানান, তার স্ত্রী ইরানীর কাছে তিনি নিয়মিত টাকা পাঠাতেন। কিছুদিন আগে ৫০ হাজার টাকা নিয়ে ইরানী বাড়ি থেকে পালিয়ে সবুজের সঙ্গে চলে যান। এ ঘটনায় তিনি ইরানী ও সবুজের শাস্তির দাবি জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা এসআই কবির হাসান জানান, শুক্রবার অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু হয়েছে। একাধিকবার কল করলেও সবুজের ফোন বন্ধ পাওয়া গেছে।

আরো পড়ুন

সর্বশেষ