ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঝিকরগাছা পারবাজারস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রম চলে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’।
সকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, গ্রামের মানুষ হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে সারাদেশের মানুষের চাহিদা মেটাচ্ছে। ধীরে ধীরে আমরা উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছি। একসময় বাইরের দেশ থেকে মানুষ আমাদের দেশে কাজ করতে আসবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিএম আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দিন, সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক আব্দুল কাদের, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, খামারী খন্দকার মোস্তাফিজুর রহমান জুয়েল, খামারী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান শেখ।
প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীতে ২০টি স্টলে খামারিরা অংশ নেন।

