যশোরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আরো পড়ুন

সদর উপজেলার খানপাড়া এলাকায় মেহগনি গাছ থেকে পড়ে আব্দুল গফফার (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গফফার সদর উপজেলার কচুয়া জরিনা বাজার এলাকার বাসিন্দা এবং আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গফফার জনৈক আশরাফুলের কাজে অংশ নিতে গিয়ে হাসেম দারোগার বাড়ির পাশে একটি মেহগনি গাছে উঠেছিলেন। গাছে কাজ করার সময় হঠাৎ পা পিছলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন।
সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গফফারকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, শ্রমিকের মৃত্যুর এই ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ