সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি ও তালা উপজেলার নবনির্বাচিত ১২ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান।
এসময় সেখানে শপথ গ্রহণ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস (পলাশ), দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ও তালা উপজেলার কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপত গ্রহন অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত ৫ জানুয়ারি সাতক্ষীরার আশাশুনিতে ১১টি এবং তালার কুমিরায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাগোবাংলাদেশ/এমআই

