নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রতিবন্ধীদের টিকাদান কার্যক্রম মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে।
টিকাদান কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন যশোর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মনোয়ার হোসেন, সিভিলসার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর আবু মাউদ, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মুনা আফরিন,জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান প্রমুখ।
জাগোবাংলাদেশ/এমআই

