ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার সাদিপুর বকুলতলা বাজারের গণেশ স্টোরে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ২ লাখ টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। তবে সিসি ক্যামেরায় ধরা পড়লেও এখনও চোর চক্রটি শনাক্ত করা যায়নি।
গণেশ স্টোরের মালিক উত্তম কুমার মন্ডল জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে কর্মচারীসহ সবাই বাড়িতে চলে যান। সকাল ৭টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন তালা ভাঙা।
এ সময় ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানের থাকা তার সিটি ব্যাংকের এটিএম কার্ড, এনআইডি কার্ড, নগদ দুই লাখ টাকা, মসলা, সিগারেটসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্রটি।
উত্তম কুমার বলেন, দোকানের সিসি ক্যামেরায় চোরদের ছবি ধরা পড়েছে। সিসি ক্যামেরার সময় অনুযায়ী চক্রটি রাত ২টা ৫ মিনিট হতে ২টা ৫০ মিনিট পর্যন্ত দোকানের মালামাল চুরি করে। এ সময় দুই ব্যক্তিকে সিসি ক্যামেরায় দেখা গেছে।
এ ঘটনায় শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসি ক্যামেরার রেকর্ড গ্রহন করেছেন। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরচক্রটিকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, সম্প্রতি সময়ে বল্লা বাজার থেকে এক সাথে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে।
জাগোবাংলাদেশ/এমআই

