চৌগাছায় আট ঘণ্টায় ৪৪ মোটরসাইকেল আটক

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: যশোরের চৌগাছায় আট ঘণ্টা অভিযান চালিয়ে ৪৪ মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ সেতু মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে যশোর ট্রাফিক পুলিশ।

যশোর ট্রাফিক পুলিশের টিএসআই মাসুদ আহমেদের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেয়।

টিএসআই মাসুদ আহমেদ বলেন, মোটরসাইকেলের নিবন্ধন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, যাদের মোটরসাইকেলের নিবন্ধন নেই তারা নিবন্ধনের টাকা জমা দিয়ে মামলায় জরিমানার টাকা পরিশোধ করে, অন্যরা জরিমানার টাকা পরিশোধ করে থানা থেকে মোটরসাইকেল ফেরত নিতে পারবেন।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এসআই জারফিন খাতুন বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ