চৌগাছায় কৃষককে হত্যা চেষ্টা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক : চৌগাছা উপজেলার দুুড়িয়ালী গ্রামের কৃষক রফিকুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার তার উপর এই হামলা চালানো হয়।

এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, চৌগাছার দুড়িয়ালী গ্রামের মহম্মদ আলী বিশ্বাসের ছেলে জাকির, সুলয়া কারিকরপাড়ার মৃত মরেজের ছেলে আক্তারুল, দুড়িয়ালী সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে লাল্টু, মৃত রবিউল ইসলামের ছেলে রফি, মহম্মদ আলী বিশ্বাসের ছেলে আমির, মালিগাতি গ্রামের মৃত প্রফুল্লর ছেলে নিখিল।

অভিযোগে উল্লেখ্য,গত শনিবার বিকালে চৌগাছা উপজেলার সলুয়া বাজারের আলাউদ্দিনের চায়ের দোকানের সামনে পৌঁছুলে জাকির, আক্তারুল, লাল্টু, রফি, আমির, নিখিলসহ অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মারপিট করেন। এসময় তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়া হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে চলে যান। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ