নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গলায় ফাঁস দিয়ে ও বিদ্যুৎস্পর্শে দুইজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, রাজগঞ্জের খালিয়া গ্রামের প্রবাসী সাহাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ রোজিনা খাতুন (৩৫)ও ঝাঁপা গ্রামের আলী হোসেনের ছেলে কৃষক ফারুক হোসেন (৪০)। রোজিনা খাতুন দুই সন্তানের জননী। কৃষক ফারুক হোসেন তিন সন্তানের জনক।
রবিবার দুপুর আড়াইটার দিকে ঝাঁপা গ্রামের ফারুক হোসেন ঝাঁপা বাস্ততলা মোড়ে তার নিজের সেচের মোটর মেরামত করার সময় বিদ্যুৎস্পর্শে আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই দিন বিকেল ৪টার দিকে খালিয়া গ্রামের গৃহবধূকে তাদের রান্নাঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই গৃহবধূ রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন।
রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ১নম্বর ও ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন ও আবুল কাসেম উল্লেখিত দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

