প্রতিনিধি: মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের ডান হাত ভেঙেছে। গত শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে মনিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামে ঘটনাটি ঘটে।
আহত স্কুল ছাত্রের নাম আরাফাত হোসেন। সে পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।
আরাফাত উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। এড়েন্দা গ্রামে মামার বাড়ি থেকে সে লেখাপড়া করে।
আহত ছাত্রের মামা মাহমুদ হাসান সোহাগ বলেন, আরাফাত ফ্রি ফায়ার গেমে আসক্ত। শনিবার রাতে সে বাড়ির খোলা ছাদে গিয়ে মোবাইলে গেম খেলছিল। এ সময় হাঁটাহাঁটি করতে গিয়ে সে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।
মাহমুদ বলেন, ওই রাতেই তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক দেখাই। পরে রোববার (৯ জানুয়ারি) সকালে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে তার ডান হাত ভেঙেছে বলে জানান চিকিৎসক।
জাগোবাংলাদেশ/এমআই

