বিনোদন ডেস্ক: মা হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর জানালেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।
পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই। সোমবার দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই।
জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।
পরী বলেন, আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।
পরী জানান, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।
জাগোবাংলাদেশ/এমআই

