জমি নিয়ে বিবাদে কোদাল দিয়ে পিটিয়ে চাচাকে হত্যা

আরো পড়ুন

প্রতিনিধি: ঝিনাইদহে আওলাদ হোসেন (৭০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওলাদ ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে।

নিহতের ভায়েরা মতলেবুর রহমান জানান, ১০ কাঠা জমি নিয়ে বড়ভাই নিয়ামত আলীর তিন ছেলে জহর আলী, শহিদুল ইসলাম ও মহিদুল ইসলামের সঙ্গে বিবাদ চলছিল আওলাদ হোসেনের। দুপুরের পর আওলাদ মাঠে কাজ করছিলেন। এসময় তার বড় ভায়ের তিন ছেলে মাঠে গিয়ে কোদাল দিয়ে পিটাতে থাকেন। এক পর্যায়ে মাথায় কোদালের আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ